কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ আরসার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ (এপিবিএন)।
বৃহস্পতিবার (২৩ মে) ভোরে উখিয়ার ক্যাম্প-২০ সংলগ্ন লাল পাহাড়ের ঢালুস্থানে অভিযান চালানো হয়।
গ্রেপ্তার আব্দুল্লাহ (৩২) উখিয়ার ক্যাম্প-৩ ব্লক-ডি/৫১ এর বাসিন্দা মোদাচ্ছেরের ছেলে।
আজ (২৩ মে) দুপুরে উখিয়াস্থ ১৪ এপিবিএনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সহ-অধিনায়ক মো. আরেফিন জুয়েল বলেন, তথ্য-প্রযুক্তি সহায়তায় আরসার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহ বর্ধিত ক্যাম্প-২০ এ অবস্থান করছে এমন তথ্য পাওয়া যায়। তার প্রেক্ষিতে বর্ধিত ক্যাম্প-২০ এর একটি শেড থেকে ঘুমন্ত অবস্থায় আব্দুল্লাহকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে কোমরে ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি পাওয়া যায়। আর তার বিছানার পাশে ঝুলানো ব্যাগ থেকে পাওয়া যায় আরেকটি বিদেশি পিস্তল।
তিনি বলেন, আলামতসহ আব্দুল্লাহকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদে আরও অস্ত্র ও গুলি রয়েছে বলে তথ্য দেন। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে বর্ধিত ক্যাম্প-২০ এর ব্লক-বি/৪, এস/১ সংলগ্ন কাঁটাতারের বাইরে লাল পাহাড়ের ঢালুস্থান এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় ঢালুস্থান থেকে দেশীয় তৈরি বড় ওয়ান শুটারগান ১টি, মাঝারি সাইঝের ওয়ান শুটারগান ২টি, রাইফেলের গুলি ২০ রাউন্ড, শর্টগানের কার্তুজ ১টি, রাইফেলের গুলির খোসা ২০টি, ৩টি পিস্তলের গুলির খোসা উদ্ধার করা হয়।
আরেফিন জুয়েল আরও বলেন, আরসার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহর বিরুদ্ধে ৮টি হত্যা মামলা রয়েছে। তার পাশাপাশি আরও দুটি মামলা রয়েছে। একই সঙ্গে সম্প্রতি সময়ে ক্যাম্পে যে হত্যাকাণ্ড হয়েছে সবগুলোতে আব্দুল্লাহ সরাসরি উপস্থিত ছিল এবং নিজের হাতে অস্ত্র দিয়ে গুলিও চালিয়েছেন, যা আব্দুল্লাহ স্বীকার করেছেন। পরবর্তী ব্যবস্থার জন্য গ্রেপ্তার আব্দুল্লাহকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।