চিকিৎসার জন্য ভারতের কলকাতা গিয়ে নিখোঁজ রয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। গত তিন দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবার। সন্ধান পেতে রোববার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যান তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
রাতে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
ডরিন বলেন, তিন দিন ধরে আমার বাবাকে ফোনে পাচ্ছি না। তার মোবাইল ফোনটি মাঝে মাঝে খোলা পাই আবার মাঝে মাঝে বন্ধ পাই। পরে এই বিষয়ে আমি ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে যোগাযোগ করি। তিনি জানিয়েছেন বিষয়টি তিনি দেখছেন। এজন্য রোববার আমি তার কার্যালয়ে আসি। তিনি আমাদের সহযোগিতা করছেন।
সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য নিয়মিত ভারতে যান কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাবার কানে বড় রকমের সমস্যা আছে। তার একটি কান বন্ধ থাকে। এই জন্য তিনি নিয়মিত ভারতে চিকিৎসার করাতে আসা যাওয়া করেন।
ডরিন আরও বলেন, এজন্য গত ১১ মে তিন দিনের জন্য ভারতের কলকাতায় যান তার বাবা । তিনি প্রথমে কলকাতায় গিয়ে সেখানে এক আত্মীয়ের বাসায় উঠেন। ওই বাসায় রাত কাটিয়ে পরের দিন তিনি কাজে বের হন। এরপর থেকে তাকে আর ফোনে পাওয়া যাচ্ছে না। আমাদের ওই আত্মীয় বিষয়টি জানানোর পর থেকে আমরা বাবার সঙ্গে ফোনে যোগাযোগের অনেকবার চেষ্টা করেছি। কিন্তু তার মোবাইল ফোন বন্ধ পাচ্ছি আবার খোলাও পাচ্ছি। কিন্তু ফোন করলে কেউ ধরছে না। এই বিষয়গুলো আমি ডিবি প্রধানকে জানিয়েছি। তবে আমরা আপাতত এরকম কোন সন্দেহ করছি না যে বাবা ভারতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন।
ভারতে কোন ধরনের ব্যবসায়িক লেনদেন ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না এরকম কিছু নেই।
আনোয়ারুল আজিম আনারের পরিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ আমরা যোগাযোগ করেছি। প্রধানমন্ত্রী বিষয়টি দেখছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই জানিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন: তিনি কলকাতায় গেছেন এসে পড়বেন। আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে। ভারতের আইন-শৃঙ্খলা বাহিনীকেও বিষয়টি জানানো হয়েছে। উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত