কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বিল বোয়ালিয়া গ্রামের প্রায় অর্ধশত পরিবারের উঠতি বয়সী ছেলে মেয়েরা অ্যাপসে টাকা বিনিয়োগ করে হারাতে বসেছে লাখ লাখ টাকা।
খোঁজ নিয়ে জানাগেছে স্থানীয় আনন্দ শাহ্’র ছেলে কসমেটিক্স ও বিকাশ এজেন্ট ব্যবসায়ী রাজু’র মাধ্যমে প্রলোভিত হয়ে শফি বিডি অনলাইন অ্যাপসে টাকা বিনিয়োগের মাধ্যমে প্রতিদিন ডলার ইনকাম করা যাবে বলে ঐ অ্যাপসে অর্ধশত ছেলে মেয়েকে দশ থেকে পনেরো হাজার টাকা করে বিনিয়োগ করাই রাজু।
টাকা বিনিয়োগ করার কয়েক দিনের মাথাতেই বিকাশ ব্যবসায়ী রাজুর দেওয়া ওই অ্যাপসটি বিনিয়োগকারীরা ওপেন করতে গেলে তা আর ওপেন হয়নি। পরে বিনিয়োগকারীরা বিষয়টি রাজুকে জানালে রাজু সকল বিনিয়োগকারীকে হামকি ধুমকি দিতে থাকে।
পরে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হলে, অ্যাপসে বিনিয়োগকারী ছেলেমেয়েদের পরিবারের লোকজন রাজুর কাছে বিষয়টি জানতে চাইলে রাজু সহ রাজুর পক্ষের লোকজন বিনিয়োগকারী ছেলেমেয়েদের পরিবারের লোকজনের উপর হামলা চালিয়ে বেশ কিছু লোকজনকে মারাত্মকভাবে আহত করে।
হামলার ঘটনায় দৌলতপুর থানায় রাজুকে প্রধান আসামি করে একটি মামলাও করা হয়েছে।
মুশতাক নামের একজনের সাথে কথা বলে জানা যায়, সে ফ্লেক্সিলোড করার জন্য রাজুর দোকানে গেলে, রাজু বিভিন্নভাবে শফি বিডি অ্যাপসের বিষয়ে তাকে তথ্য দেয় , এবং এই অ্যাপসে বিনিয়োগ করলে প্রতিদিন তিন থেকে চার ডলার করে ইনকাম করা যাবে বলে রাজু তাকে জানায়। পরবর্তীতে এই অ্যাপসে বিনিয়োগ করলে টাকা উঠানোর নিশ্চয়তা কি জানতে চাইলে মুশতাককে রাজু বলে তোমার টাকার সমস্ত দায়ভার আমার তুমি বিনিয়োগ করো বাকিটা আমি দেখব। তাছাড়া প্রতিদিন তো ডলার ইনকাম করবাই। পরে মুশতাক ১০ হাজার টাকা বিনিয়োগ করে দুই তিন দিন কাজ করার পরে উধাও হয়ে যাই শফি বিডি নামের ঐ অ্যাপসটি।
পরে বিষয়টা নিয়ে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হলে আস্তে আস্তে সমস্ত তথ্য বের হতে থাকে। শুধু মুশতাক নায় ঐ এলাকায় এরকম ভাবে প্রায় অর্ধশত ছেলে মেয়ে রাজুর মাধ্যমে শফি বিডি অ্যাপসে টাকা বিনিয়োগ করে তা হারিয়ে ফেলেছে।
বোয়ালিয়া গ্রামর স্থানিয় এক ব্যক্তি জানান, এসএসসি পরীক্ষা দিয়ে অভাবের তাড়নায় তিন বছর আগে বউ নিয়ে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতে যায় রাজু।
পরে সেখান থেকে ফিরে এসে এলাকায় দোকান দেওয়ার পরে দিন দিন টাকার গরমে ফুলেফেঁপে উঠতে থাকে রাজু। তার আয়ের উৎস এলাকার লোক এর আগে না জানতে পারলেও এখন জানতে পেরেছে অনলাইন অ্যাপসে বিনিয়োগ করানোর মাধ্যম ছিল তার টাকা ইনকামের অন্যতম আয়ের উৎস। ও প্রতারণার অন্যতম ফাঁদ।
এ বিষয়ে প্রতারক রাজু’র সাথে কথা বলার জন্য তার ব্যবহৃত মুঠো ফোনে কল করলে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।