মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার
৯ ই মে ২০২৪ইং বৃহস্পতিবার
কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব জননেতা খায়রুল কবির খোকন দীর্ঘ সময় কারাবন্দী থাকার পর আজ সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান।
৮ই মে কেন্দ্রীয় কারাগার কাসিমপুর থেকে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতির মাধ্যমে সকাল ১১টার দিকে জামিনে মুক্তি পেয়ে নেতাকর্মীদের ভালবাসা ও ফুলের মালায় জননেতা খায়রুল কবির খোকনকে বরুণ করছেন।
৭ই মে নরসিংদী জেলা জজ কোর্ট থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক জননেতা খায়রুল কবির খোকন জামিন মঞ্জুর হয়।
নরসিংদী জজ কোর্ট থেকে জামিনের কাগজ পৌঁছাতে বিলম্ব হওয়ায় বুধবার সকাল ১১টার সময় কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।
চলমান আন্দোলনে নেতৃত্বেের কারণে মিথ্যা মামলা দীর্ঘ সময় কারাবন্দী থাকতে খায়রুল কবির খোকনকে।
প্রিয় নেতা খায়রুল কবির খোকন দীর্ঘ সময় কারাবন্দী থাকায় নরসিংদী রাজনীতিতে গুরুত্বপূর্ণ কেউ ভূমিকা নিতে পারে নাই ও নিষ্ক্রিয় ছিলো নরসিংদীর জেলা বিএনপির রাজনীতি। বিভিন্ন সমস্যা কোন্দলের কারণে মাথা চড়া ও চলমান আন্দোলনে নেতৃত্ব ও ভূমিকা পালন করতে পারেনি কোন নেতা।
খায়রুল কবির খোকনের মুক্তিতে নেতাকর্মীরা উজ্জীবিত ও সক্রিয় হয়েছে।
নরসিংদী জেলা রাজনীতিতে ও কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বিপ্লবী নেতা। ইতিমধ্যে নরসিংদী জেলা নেতাকর্মীরা উজ্জীবিত ও সক্রিয় হয়েছে এবং নরসিংদী জেলা তৃণমূল পর্যায়ে নেতা ও সাধারণ কর্মীদের প্রাণ ফিরিয়ে পেয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত