ছবি/নবদেশ২৪.কম
চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। তবে, বেশিরভাগ ভোটকেন্দ্রে সকাল ১১টা পর্যন্ত ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা আশা করেছেন, বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়তে পারে।
চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মোট ৫ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নিয়েছেন। সাড়ে তিন লাখের বেশি ভোটার এই দুটি উপজেলায় তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকালের দিকে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। একজন দুজন করে ভোটাররা এসে তাদের ভোট প্রদান করে চলে যান। ভোটারের উপস্থিতি কম থাকায় কোনো ভোটারকেই লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হয়নি।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত