ঈদগাঁও উপজেলা নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দ্বিমুখী লড়াইয়ের আভাস এম আবু হেনা সাগর,ঈদগাঁও
অবশেষে বহুল প্রত্যাশিত কক্সবাজারের নবসৃষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থীর দ্বিমুখী লড়াইয়ের আভাস। চলছে প্রচার প্রচারণা।
প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী মাঠে সরব হয়ে পড়েন চেয়ারম্যানসহ ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীরা। তৎমধ্যে দুইজন চেয়ারম্যান পদপ্রার্থীর প্রচারণা চলছে ভিন্ন পরিসরে। নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার ঘোষণা দিলেন মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী প্রবাসী আওয়ামীলীগ সভাপতি শামসুল আলম। অন্যদিকে উপজেলা নির্বাচনে শক্ত অবস্থানে মাঠে নামেন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ সভাপতি টেলিফোন প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো : আবু তালেবও।
৩রা এপ্রিল (জুমাবার) পবিত্র স্থান ইসলামপুর ডুলা ফকির (রা:) জামে মসজিদে নামাজ শেষে
জিয়ারতে মধ্যদিয়ে মো: আবু তালের টেলিফোন মার্কার প্রচারণা শুরু করেন। অপরদিকে মোটর সাইকেল প্রতীকের পদপ্রার্থী শামশুল আলমও জিয়ারতের মধ্যদিয়ে আনুষ্ঠানিক প্রচারণায় যাত্রা করলেন। এই দুই চেয়ারম্যান প্রার্থীর পক্ষে অসংখ্য লোকজন সাথে ছিলেন।
২রা এপ্রিল ( বৃহস্পতিবার) প্রতীক পাওয়ার পর পরে চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেবের কর্মী, সমর্থকসহ শুভাকাঙ্ক্ষীরা একটি মিছিল করে। পরে এক পথসভায় মিলিত হন। এতে উপস্থিত ছিলেন, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী,ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আবদু রাজ্জাকসহ দলীয় নেতাকর্মীরা। আবার একই দিন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শামসুল আলমও মিছিল সহকারে বাস-স্টেশনে এক পথসভায়,মিলিত হন। এতেই বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত হয়।
পরবর্তী সময়ে আবু তালেব ও শামশুল আলম উপজেলার আওতাধীন বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করে যাচ্ছেন। যেদিকে যান সেদিকে দুই প্রার্থীর কর্মী,সমর্থক,শুভাকাঙ্ক্ষীসহ ভোটার দের উপচেপড়া ভীড় যেন লক্ষনীয়। শুক্রবার রাতে মোটরসাইকেলের সমর্থনে পোকখালী পূর্ব গোমাতলী এলাকায় এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এড.একরামুল হুদা, জাহাঙ্গীর আলম জানু, শিক্ষক হেলাল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
জেলার নবম উপজেলা পরিষদ নিবার্চনে প্রথম চেয়ারম্যান হতে মরিয়া হয়ে উঠেছেন প্রার্থীরা। কেউ কাকে ছাড় দিতে নারাজ,সমান তালে চলে নির্বাচনী মাঠে প্রচারণা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভরপুর টেলিফোন ও মোটর সাইকেলে জয়গানে। গানে গানে মাইকিংয়ে সরগরম করে তুলেছেন ঈদগাঁও উপজেলার অলিগলি। ব্যানার পোস্টার ও লিফলেটে ছেয়ে গেছে।
ঈদগাঁওবাসীর ভাগ্যে উন্নয়নে আবু তালেব ( টেলিফোন),শামশুল আলম (মোটর সাইকেল) প্রতীক নিয়ে ভোটারদের ধারে ধারে ভোট প্রার্থনা করে যাছেন। বিশাল কর্মী সমর্থকদের নিয়ে শক্ত অবস্থানে প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছেন দুই প্রার্থীরা।
বেশ কয়জন ভোটারদের সাথে আলাপকালে জানা যায়, আগামী ২১শে এপ্রিল উপজেলা নির্বাচন সুষ্ঠু, সুন্দর পরিবেশে ভোটগ্রহণ প্রত্যাশা করছি। শেষ মুহুর্তেও প্রচার প্রচারণাসহ মাঠের জরিপে শামশু-তালেব প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে।
উল্লেখ্য যে, ঈদগাঁও উপজেলা পরিষদ নিবার্চনে আরো দুইজন চেয়ারম্যান প্রার্থী তারা নিজেদের মতো করে মোটামুটি পর্যায়ে প্রচারণা অব্যাহত রেখেছেন।