কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন আজ ও আগামীকাল
রংপুর বিভাগের সকল জেলার আকাশ পরিষ্কার ও মেঘমুক্ত থাকায় পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলায় পর্যটকদের জন্য কাঞ্চনজঙ্ঘা দর্শনের আদর্শ পরিবেশ তৈরি হয়েছে। ২২ ও ২৩ অক্টোবর উত্তরবঙ্গের পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলার আকাশ পরিস্কার থাকার সম্ভাবনা রয়েছে। সিকিম,দার্জিলিং,জলপাইগুড়ি ও বাংলাদেশের পঞ্চগড়সহ আশে পাশের জেলায় গতকাল বিকেলের সর্বশেষ স্যাটেলাইট চিত্র দেখে আকাশে জ্বলীয় বাস্পের পরিমান ও বাতাসের গতি প্রবাহের পথ অনুসারে বোঝায় যাচ্ছে আগামী ২২ও ২৩ অক্টোবর পঞ্চগড় ও ঠাকুরগাঁও ও নীলফামারী জেলার কিছু এলাকা বা উঁচু স্থান থেকে হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা দেখার দারুন সম্ভাবনা রয়েছে। হিমালয় ও কাঞ্চনজঙ্ঘায় তাপমাত্রা কমতির কারণে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলায় কিছুটা মনোরম শীতল আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। এই দুই দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে পঞ্চগড় ও ঠাকুরগাঁওসহ পার্শ্ববতী এলাকার কিছু জায়গায় অস্থায়ী কুয়াশা হতে পারে। বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ ঘনীভূত হবার কারণে সাগর থেকে জ্বলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করবে। ২৩শে অক্টোবর রাত বা ২৪ সে অক্টোবর ভোর সকাল থেকে সমগ্র উত্তরবঙ্গের আকাশে মেঘের আনাগোনা ব্যাপকভাবে বাড়তে পারে৷ যার কারণে ২৪ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে আর দেরি কেন,চলে আসি রংপুর বিভাগের হিমালয় কন্যা খ্যাত জেলা পঞ্চগড়ে।