এম আবু হেনা সাগর,
ঈদগাঁও কক্সবাজারের ঈদগাঁওর মধ্যম মাইজ পাড়া সমাজ কল্যান ঐক্য পরিষদের উদ্যোগে তৃতীয় তম তাফসীরুল কোরান মাহফিল ১৩ই ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঈদগাঁও ইউনিয়নের মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার পূর্ব পাশে টাওয়ার সংলগ্ন ময়দানে বাদে জুমা হতে এই তাফসীরুল কোরান মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে প্রধান বক্তার তাশরীফ পেশ করবেন – ঢাকা যাত্রাবাড়ী মাদ্রাসা জামেয়াতুল আনোয়ারে মহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি কামাল উদ্দিন শিহাব কাসেমী।
বিশেষ বক্তার তাশরীফ পেশ করবেন -মাইজপাড়া আজিজিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মমিনুল হক জমিরী, পোকখালীর গোমাতলী হোসাইনিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা ইমাম জাফর আলম,মাইজপাড়া আজিজিয়া মাদ্রাসার সিনি য়র শিক্ষক মুফতি নুরুল আমিন, ইসলামাবাদের গজালিয়া রাজঘাট আবু ওবাযইদা বিন জব্বাহ মাদ্রাসার শিক্ষক মাওলানা আহমদ হোসাইনসহ আরো ওলামায়ে কেরামগন তাশরিফ আনবেন।