![](https://nobodesh24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
এম আবু হেনা সাগর,ঈদগাঁও
জেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন হয়
৫ই ফেব্রুয়ারী সকাল দশটায় বিদ্যালয়ের মাঠে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রধান শিক্ষিকা খুরশীদুল জন্নাতের সভাপতিত্বে উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা। বিশেষ অতিথি ছিলেন-জালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি,ইসলামপুর ইউপির চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন।
উপস্থিত ছিলেন, ঈদগাহ গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ঈদগাঁও সরকারী প্রাথ মিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর আলম, বিদ্যালয়ের অভিভাবক সদস্য আবদু রহিম মুন্সি সহ আরো অনেকে।
পদ্মা, মেঘনা, যমুনা ও কর্ণফুলী দলেই ভাগ হয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ের এই ক্রীড়া প্রতিযোগিতা
বিভিন্ন খেলাধুলায় অংশ নেন। বিদ্যালয়ের মাঠ কে সাজানো হয়েছে অপরুপ সাজে।
শিক্ষক মোজাম্মেল হকের পরিচালনায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনীর দিনে শিক্ষক-শিক্ষিকাসহ অসংখ্য শিক্ষার্থী অংশ নেন