প্রিন্ট এর তারিখঃ মার্চ ৪, ২০২৫, ২:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৪, ৫:১০ অপরাহ্ণ
ঢাকার শীতের অপেক্ষা

মাহমুদুল হাসান শান্ত
ঢাকায় শীতের দেখা মেলে না,
গ্রামের হাওয়ায় শীত বয়ে যায়।
শহরের ভিড়ে শীত লুকায়,
গ্রামের খেতে সে গান গায়।
ঢাকার গলি গরম থাকে,
গ্রামের পথটা শীতে ডাকে।
কুয়াশা মোড়া গ্রামের সকাল,
ঢাকায় ভাসে ধোঁয়ার কাল।
শীতল হাওয়া গ্রামে নেমে,
ঢাকায় আসে চুপি চুপি।
শহর হাঁপায় ব্যস্ততায়,
গ্রাম সাজে সবুজ পাতায়।
ঢাকায় কেবল আসি করে,
গ্রামে শীত রূপ ফেলে পড়ে।
শীতের প্রার্থনা গ্রামের কাছে,
শহর মিশে কৃত্রিম নাচে।
০৮-১২-২৪ গফরগাঁও, ময়মনসিংহ।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৫ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত