💖🌹 অথই নূরুল আমিন💘🥂
সকল প্রকার স্মৃতি, আনমনে গভীরে কান্না করে
মাঝে মাঝে চিৎকার করে, কান্নায় ভেঙ্গেই পরে
মহা আনন্দের স্মৃতি গুলো, মহা বিরহের স্মৃতি
স্মৃতিরা সবসময়, অসময়েই করে যায় ক্ষতি।।
স্মৃতি মানে ওরা যেন সবাই অতিথির মতো
হৃদয়ের ভাঁজে ভাঁজে, কান্না করে অবিরত
স্মৃতিরা সবসময় অগ্নিবান ক্রোধ হয়ে থাকে
হৃদয় যেন শুকনো লাকড়ি, পলকে পলকে।।
মানব সত্বায় স্মৃতিরা যেন রাখে ঘন সুসম্পর্ক
এখানে আনন্দ আর বিরহ নেই কোনো প্রার্থক্য
স্মৃতিরা কখনও হাসায়, কখনও নাচায়
কখনও কান্না আসে, কখনও ক্লান্ত দেখায়।।
স্মৃতিরা বাস করে মনের একান্ত গভীরে
তাই, প্রতিবেশীরা ক্ষত, বুঝতে না পারে
কত অত্যাচার, নির্যাতন, ক্ষত এই হৃদয়ে
জীবন চলার পথে, স্মৃতির অনাচার সহে সহে।।
স্মৃতির তাড়নায়, কত মহাসাধকেরা করেন বয়ান
কত গল্প, কত কবিতা, কত ছড়া আর কত গান
হারিয়ে যাওয়া স্মৃতিরা হিংসাত্মক, প্রতিবেশির মত
মাঝে মাঝে মনের বিপরীতে যুদ্ধে লিপ্ত হয়অবিরত।।
একসময় লাভ লোকসান সবই স্মৃতি হয়ে যায়
স্মৃতিরা সবসময় দলবেঁধে আসে আর হারায়
স্মৃতি বিজড়িত আহামরি এক সখ্য অনুতাপ
স্মৃতিরা কখনও আনন্দের, কখনও অভিশাপ।।
স্মৃতিরা মনুষ্যত্ব কে আঘাত করে নির্দয় চরম
স্মৃতিরা কখনও লাজুক, কখনও বেসরম
স্মৃতিরা সাধক মহাসাধক প্রার্থক্য ভেদে
কেউ রেহাই পায়নি, কষ্ট আছে পদে পদে।।
২৭ নভেম্বর ২০২৪
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত