প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৬:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১১:০১ পূর্বাহ্ণ
“আকাশের নিচে”
মাহমুদুল হাসান শান্ত
আকাশের নিচে হাঁটি,
মাটি টানে নিজেকে।
পাখিরা চলে ফিরিয়ে,
গাছেরা মাথা নত।
বাতাসে সুগন্ধ,
ফুলে থাকে সুর।
নদীর ধারা চলে,
জীবনের পথ মেলে।
আকাশের আলো জ্বলে,
চাঁদ এক মিষ্টি আলো।
প্রকৃতি আঁকড়ে ধরে,
পৃথিবী হাসে নীরবে।
জীবনের গল্প বলে,
প্রকৃতির নীরব ভাষায়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত