কলমে: মো: ইয়াসিনুর রহমান খান বিজয়
অচেনা এই শহরে
একা একা আমি,
অপরিচিত মানুষের ভিড়ে
খুঁজি পরিচিত মুখখানি।
স্বপ্নপূরণের আশায়
ফেলে এসেছি চেনা ঘর,
একাকিত্ব সঙ্গী করে
হাঁটছি অচেনা শহর।
স্মৃতিমাখা প্রিয় শহর,
কত না আপন ছিল সেসব দরজা-ঘরে।
পরিজন ছেড়ে ছুটতে হলো
জীবিকার কঠিন তাগিদে।
নিস্তব্ধ এই শহরে
নিজের সঙ্গে কথা কই চুপিসারে।
কত ভালো সময় ছিল
আমার আপন শহরে।