কলমে: মো: ইয়াসিনুর রহমান খান বিজয়
তুমি চিরদিন,
ভীষণ রঙিন।
রঙিন রূপে হাসাবে আবারো,
আমার সুখের ভূমি।
রাতের অন্ধকারকে যেমন,
চাঁদ করে আলোকিত।
আশায় আছি তুমিও করবে আমার জীবনকে,
অগোছালো থেকে গোছালো।
চিরচেনা সেই হাসি,
আর কী অপার মহিমা ভরা তোমার মুখ।
কীভাবে ভুলিব আমি তোমায়,
মায়াবী তোমার চোখ।
তোমার সেই রেশমি কেশ,
ভালো লাগে আমার বেশ।
রেশমি কেশের সুন্দর ঘ্রাণ,
জুড়ায় যেত আমার প্রাণ।
তোমার হাতের প্রথম ছোঁয়া,
ভুলিতে পারি না সেই মায়া।
শ্যামল বর্ণের মায়াবতী,
রূপবতী না হলেও তুমি ছিলে গুণবতী।
তোমার কপালের কালো টিপ,
কালো কাজলের চোখ।
তুমিই সেই প্রেয়সী,
অপূর্ব তোমার মুখ।
বেলি ফুলে গাঁথা তোমার বেণী,
তুমিই সেই রূপমীনি।
কুচকুচে কালো তোমার দীর্ঘ কেশ,
তুমিতেই শুরু, তুমিতেই শেষ।
Post Views: 336