মাহমুদুল হাসান শান্ত
এই পৃথিবী ভাড়াটে ঘর,
ক্ষণিকের তরে এসেছি পর।
অহংকারে কেনো পূর্ণ মন, সবই যাবে,
নেই কোনো ধন।
স্বপ্নের রাজ্য, মাটির বাড়ি,
ক্ষণিক আলো, ক্ষণিক নাড়ি।
চিরকাল এই ঘরে থাকা নয়,
তবুও কেনো মোহ কাটে না সয়।
মিছে দম্ভে বেঁধেছি মন,
ভুলে যাই তো ক্ষণস্থায়ী জীবন।
যতই থাকি প্রাচুর্যে ঘেরা,
শেষে পড়ে থাকবে সব ফেলে সারা।
ফিরবো পথে, সবাই একা,
কেউ থাকবে না, নেই কোনো দেখা।
তাই বিনয়ে কাটাই সময়,
পথিকের এ জীবন, শান্তি যেন হয়।
ভালোবেসে দাও সবারে স্নেহ,
জীবনকে সাজাও, আনন্দ স্রোতে বহে।
ভাড়াটে এই ক্ষণিকের ঘরে,
তবু রেখে যাও সবার তরে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
ইমেল: nobodeshsongbad24@gmail.com
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত