আলমডাঙ্গা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারেলেন কলেজছাত্র
বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর দায়ী শোধ করতে হলো জীবন দিয়ে স্পিডে মোটরসাইকেল চালানোর সময় হাটবোয়ালিয়া আলমডাঙ্গা সড়কের কুমারী সাইনবোর্ড ভেটেনারি বটগাছ নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক সাগর ২১ মৃত্যু হয়েছে তার ওপর দুই সহযাত্রী মোটরসাইকেল চালক নাঈম জোহান ও সাজিদ হাসানকে ১৬ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে
গতকাল সোমবার আর রাত 9 টার সময় হাটবোয়ালিয়া থেকে তিন বন্ধু এক মোটরসাইকেলে আলমডাঙ্গা শহরে ফেরার পথে
এই দুই ঘর দূর্ঘটনার শিকার হয়
স্থানীয় সূত্রে জানা যায় আলমডাঙ্গা গোবিন্দপুর এর মৃত মমতাজ আলীর ছেলে অপরদিকে নাঈম সোহ কলেজের পেছনের পাড়ার হাজী মন্টু আহমেদ ও সাজিদ হাসান কলেজ পাড়ার ওয়াজেদ আলী কচির ছেলে তারা দুই বছর সধ্য এইচ এসসি পাস করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় রাত 9 টার দিকে হার্ড বোয়ালিয়া এলাকা থেকে তিন বন্ধু এক মোটরসাইকেলে আলমডাঙ্গা শহরের ফিরছিলেন পথের ভেতর কুমারী ভি টি আই মোড়ে পৌঁছালে মোটরসাইকেল নাঈম ভাই দ্রুতগতির গাড়ি স্লিপ করে গাছের সাথে ধাক্কা লাগে এতে সাগর মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন সড়কের পাশের বট গাছের সাথে মাথা ঠুকে রক্তাক্ত জখম হন। চালকসহ অপর যুবক ও রক্তাক্ত জখম হন। তাদেরকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদীতে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক নাহিদ হাসান সাগরকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহত না নাঈম ও সাজিদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে হয়েছে আলমডাঙ্গা থানার পরিদর্শক ইকরাম হোসেন বলেন তিন বন্ধু মিলে আলমডাঙ্গা হারদী এলাকা থেকে ফেরার পথে কুমারী ভেটেনারি এলাকায় পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বটগাছে ধাক্কা মারে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে হাড্ডি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক সাগর নামে একজনকে মৃত ঘোষণা করে আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করে।
ইন্দপুর গ্রামের মৃত মমতাজের দুই সন্তানের ভেতর ছেলে সাগর ছোট।
সাগরের বোনের বিয়ে হয়ে গেছে রাতেই লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এরপর নিকট আত্মীয়দের বুকফাটা আহাজারিতে গোবিন্দপুর এর আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠেছে। একমাত্র ও সমর্থ্য ছেলের আকস্মিক মৃত্যুর সংবাদ মা শোকে পাগল প্রায়।