অসম্ভব একজন ভালো মানুষের চির বিদায়! চটপটি বিক্রি করে স্ত্রী ৩ সন্তান নিয়ে কোনভাবে কাটছিলো আব্দুল আলিমের সংসার । কবুরহাট বাজারে চটপটি বানিয়ে বিক্রি করে বেশ সুনাম কুড়িয়েছিল সে। মাত্র ৪২ বছর বয়সে আজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আব্দল আলিম দীর্ঘ কয়েক বছর ধরে কবুরহাট বাজারে-স্কুলের সামনে চটপটি বিক্রির সুবাদে অনেকের কাছেই বেশ পরিচিত হয়ে ওঠে। চটপটি বিক্রির দামদর বা পাওয়া টাকা নিয়ে কখনো কারো সাথে কথা-কাটাকাটি হয়েছে এমন নজির নেই। কেউ খেয়ে বিল না দিলেও হাসি মুখে বলতো আমি কিন্তু চাইবো না, মনে করে বিল পরে দিয়েন। আস্তে আস্তে আলিমের চটপটি বেশ ভালো পরিচিতি লাভ করে।
এরই মাঝে হটাৎ অসুস্থ হয়ে পড়লে চটপটি বিক্রি বন্ধ করে দেয়। চিকিৎসক দেখালে পরীক্ষানিরীক্ষা করে চিকিৎসক জানান আলিমের কিডনি জনিত সনস্যা। শুরু করেন চিকিৎসা। নিজের সহায় সম্বল বিক্রি করে চিকিৎসা নিতে থাকে। এরই মাঝে পরীক্ষার নিরীক্ষা করে ডাক্তাররা নিশ্চিত করেন তার দুটো কিডনিই ড্যামেজ হয়ে গেছে। আর কোনো উপায় না পেয়ে সকলের কাছে চিকিৎসা জন্য সাহায্যের হাত বাড়ান। এগিয়ে আসেন কবুরহাট বাজারের দোকানী -ব্যবসায়ীরা ছাড়াও কেউ কেউ । তারা যা সাহায্য করেন তা আলিমের চিকিৎসার জন্য অতি সামান্য।
একদিকে আলিমের চিকিৎসা অন্য দিকে তার পরিবার। নানা হতাশার মধ্যে সব হিসাব চুকিয়ে স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে রেখে আজ চিরবিদায় নিয়ে চলে গেলেন আলিম ! কিন্তু কি হবে এই দরিদ্র পরিবারটির?
খোজ নিয়ে জানাগেল, মাত্র ৩ বছর আগে তার ছোটভাই আফসার কিডনি জনিত এই একই সমস্যায় মাত্র ৩৭ বছর বয়সে মারা যান। তার বাবা আব্দুল মজিদও মারা গেছে কিডনি ড্যামেজ হয়ে!
আলিম এর এভাবে হটাৎ চলে যাওয়ায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আলিমের স্ত্রী ও তার সন্তানদের শান্তনা দেয়ার ভাষা হারিয়ে ফেলেছে শোকে কাতর প্রতিবেশীরা।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ যেন তার পাপ সমূহ ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন।।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত