কুষ্টিয়া বাড়াদি মাঠে, গাছে ঝুলছে ১ যুবকের মৃতদেহ
স্টাফ রিপোর্টার:( প্রিন্স মাহমুদ)
কুষ্টিয়া পৌরসভার (১৬) নং ওয়ার্ডের বাড়াদি মাঠে(ভাগাড়) এলাকায় গাছে ঝুলে আছে,
পিয়াস নামে এক যুবকের মৃতদেহ, নিহত যুবক পিয়াস(২৫) কুষ্টিয়ার পশ্চিম মজমপুর এলাকার রবিউলের ছেলে।
আজ বৃহস্পতিবার সকালে গাছের ডালে গলায় দড়ি দেয়া অবস্থায় লাশ ঝুলে থাকতে দেখে তার পরিবার ও এলাকাবাসী। এটা হত্যা নাকি আত্মহত্যা সেটা নিশ্চিত করে বলতে পারেনি কেউ।
স্থানীয়রা জানান, পিয়াস একজন মাদক সেবনকারী নেশাগ্রস্ত যুবক। এ ছাড়া প্রেম ঘঠিত কারণে আত্মহত্যা করতে পারে ধারণা স্থানীয়দের।
স্থানীয় সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছেন,,