বর্তমান পরিস্থিতিতেও আমাকে একের পর এক ঝুঁকিপূর্ণ অভিযানে ব্যস্ত দেখে আমার অনেক শুভাকাঙ্ক্ষী ভাইবোন আমাকে 'একটু ধীরে চলো' নীতি অনুসরণের পরামর্শ দিয়ে থাকেন।
তাদের উদ্বেগের কারণ, অপরাধ দ ম ন করতে গিয়ে যদি প্রভাবশালী কারো লেজে পা দিয়ে ফেলি, তাহলে হয়তো আমাকে নানামুখী সমস্যার জালে জড়িয়ে দেওয়া হতে পারে। যখন টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে আমরা গ্রেপ্তার করলাম, তখনও অনেকে এমন সাবধানবাণী দিয়েছে। একই কথা শুনেছি সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিমের হ ত্যা কারী গ্যাং বা অধ্যক্ষ আরিফের অভিযুক্ত হ ত্যা কারী উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তারের পরও।
প্রথমত আমার মতো ক্ষুদ্র-তুচ্ছ মানুষের ভালো-মন্দ নিয়ে চিন্তা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এরপর, আল্লাহপাক কোনো দিন আমাকে অহংকারী না করুন, আমার কাছের মানুষেরা জানেন, আমি কখনো পরিণামের কথা ভেবে কাজ করি না। যেদিন দেখব যে ক্ষতিগ্রস্ত অপরাধীদের সম্ভাব্য প্র তি শো ধের ভ য় মনে ঢুকে গেছে, সেদিন সম্ভবত স্বেচ্ছায়-ই এই চাকুরীটা ছেড়ে দিয়ে অন্য পথ বেছে নেব। তার আগ পর্যন্ত, যতদিন এই চাকুরীতে আছি, পরিস্থিতি যেমনই হোক, এক মুহুর্তের জন্যও থামব না। অতীতে অজস্র বার প্রমাণ দিয়েছি, প্রমাণ করেছি, ভ য় দেখিয়ে, ধ ম ক দিয়ে আমাকে থামিয়ে দেওয়া স্রেফ অসম্ভব। আমাকে যারা চেনেন, তারা জানেন- আমার জীবনে উচ্চাকাঙ্খা খুবই কম।
আপনারা ভাববেন না। ইনশাআল্লাহ কিছুই হবে না।
মো. আনোয়ার হোসেন (শামীম আনোয়ার)
বিসিএস (পুলিশ),
স্কোয়াড কমান্ডার,
বান্দরবান র্যাব ক্যাম্প।
বান্দরবান। র্যাব ক্যাম্প, (র্যাব-১৫, কক্সবাজার)
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত