ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ঠাকুরগাঁও কর্তৃক আয়োজিত ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিভিন্ন ইউনিটের এএসআই ও কনস্টেবলদের সমন্বয়ে “জনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক কোর্স” এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব উত্তম প্রসাদ পাঠক, পুলিশ সুপার, ঠাকুরগাঁও মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস, এম ফজলুল হক, বদলীর আদেশ প্রাপ্ত কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ঠাকুরগাঁও। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ নাসির উদ্দিন যুবায়ের কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ঠাকুরগাঁও। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, ‘প্রশিক্ষণ হচ্ছে এমন একটি পরিকল্পিত কার্যক্রম যেখানে মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের নির্দিষ্ট বিষয়ের উপর দক্ষতা বৃদ্ধি করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে কাজের উপর জ্ঞান ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আমাদের আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি পায়। এর মাধ্যমে শারীরিক ও মানসিক ক্ষিপ্রতা, সহনশীলতা, দ্রুত চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং প্রতিপক্ষের কৌশল ও মনোভাব অনুধাবনের যোগ্যতা অর্জিত হয়।’এছাড়াও পুলিশ সুপার মহোদয় পুলিশ সদস্যদের নিরাপত্তার বিষয় নিয়ে কথা বলেন এবং বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য পুলিশ সদস্যদের ডিউটি কালীন সময়ে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট, লেগগার্ড, ঢাল, লাঠি, হ্যালার এবং বডিওর্ন ক্যামেরা ব্যবহারে উৎসাহিত করার জন্য নির্দেশনা প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত