দেশের কবিরা আজকে কবিদের মাঝে সীমাবদ্ধ। একজন কবি আরেকজন কবির নাম জানেন। আজকে কবিদের নেই পাঠক। তেমনি নেই ভক্ত। সামাজিক ভাবে সমাজের মাঝে একজন কবির কোনো মূল্য নেই। বিভিন্ন কারণে কবির যুগ চলে গেছে। এখন চলছে শতভাগ বাছালের যুগ। মিথ্যা আর প্রতারণার যুগ। তাই প্রতিটি ঘরে ঘরে আজ চলছে চরম নোংরামি।
মানুষের চরিত্র হরণ হয়ে গেছে। অমানুষেরা করছে সমাজ পরিচালনা।
অসহায় ভূক্তভোগী গণেরা কোনো ভাবেই বিচার পাচ্ছে না কোথাও। সমগ্র সমাজ আজ যেন নকল আর নকল।
কাকে কে ঠকাবে কার আগে কে পয়সার মালিক হবে এই চলছে প্রতিযোগিতা।
আজকে আমরা এমন এক সমাজে বসবাস করছি। এখানে যেন চলছে চরম অমানবিকতা। এখানে আজকে আপন পর আর নির্ণয় করা যাচ্ছে না। মনে হচ্ছে যেন প্রত্যেকটা মানুষ আজ পশুর চরিত্র লালন করছে ভিতরে ভিতরে। সবাই যেন সবার পর গোপনে গোপনে।
মানুষের মাঝে মানুষের জন্য নেই কোনো মায়া নেই কোনো মমতা নেই একতা। বিপদে একেবারে কাছের লোক গুলোও পর হয়ে যায়। এ যেন অমানবিক কোনো রোগে আক্রান্ত হয়েছে গোটা সমাজ।
এখানে কবি নিয়ে কবিতা নিয়ে আর যেন কেউ কিছুই ভাবছে না।
সমাজের কবিরা সুন্দর সমাজ গঠন নিয়ে আপ্রান চেষ্টা করে যাচ্ছে। যুগ থেকে যুগান্তর। তা যেন আজকে ব্যর্থতায় পরিণত হয়েছে।
হাতে গোনা কিছু সংখ্যক ভালো মানুষ এখনো সমাজে আছে। তার পরিমাণ খুবই কম। যার ফলে তারা সমাজ পরিবর্তনে আদর্শ করণে কোনো ভূমিকা রাখতে পারছেন না।
অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাজনীতি বিশেষজ্ঞ।
06/10/2023
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত