![](https://nobodesh24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
আফসার উদ্দিন, বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় ওসমানপুর গ্রামে ড. ঘোষ সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট এর কার্যালয় প্রাঙ্গণে ১০ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রি: দুপুর ১২ ঘটিকায় বাজিতপুর জেলা গঠন ও বাস্তবায়নের লক্ষ্যে ২০ তম সংবাদ সম্মেলন, গুণীজন সমাবেশ ও নতুন দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। চার্সল টাওন্স প্রফেসর, বিশ্ব বিখ্যাত পানি পরিবেশ বিজ্ঞানী লেখক ও সমাজ সংস্কারক ক্যালিফোনিয়া আমেরিকা।চেয়ারম্যান, বাজিতপুর জেলা বাস্তবায়ন কমিটি, ড. রাস বিহারী ঘোষ এর সভাপতিত্বে অনুষ্টিত প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন কবি ইলোরা সোমা, সভাপতি : আন্তর্জাতিক সাহিত্য কানন, ঢাকা -বিজ্ঞ আইনজীবী সুপ্রিম কোর্ট,ঢাকা।
অনুষ্ঠান উদ্বোধন করেন এহেসান কুফিয়া, সভাপতি : বাজিতপুর পৌর বিএনপি ও সাবেক মেয়র, বাজিতপুর। স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট কবি শৈলেশ্বর দাস। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাজিতপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, ভার্চুয়াল বক্তব্য রাখেন অধ্যাপক ড.কবি যাকিয়া সুমি সেতু, ট্রেজারার”, বাজিতপুর জেলা বাস্তবায়ন কমিটি, ঢাকা। অধ্যক্ষ রতন কুমার পাল, হিলোচিয়া হাই স্কুল এন্ড কলেজ। সাবেক পৌর কাউন্সিলর নারী নেত্রী হাসিনা পারভিন প্রমুখ। ২য় পর্ব শুরু হয় বিকাল ৪ ঘটিকায় নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুদ্ধ ও বৈষম্য বিরধী গণ মানুষের কবি ও দাবানল পত্রিকার সম্পাদক অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান। কবি নূর উন নাহার মেরী ও মো. ওয়াহিদুজ্জামান সম্পাদিত ” আমি বিদ্রোহী – মহা বিদ্রোহী কাব্য ও শাহ মো. শফিনূর সম্পদিত “পানি লাগবো পানি”? কাব্য গ্রন্থ দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন উপস্থিতি অতিথি বৃন্দ ।
এতে সম্মানিত অতিথি হিসাবে ভার্চুয়াল বক্তব্য রাখেন কবি নূর উন নাহার মেরী, সভাপতি : জাগো নারী ফাউন্ডেশন, নারী জাগরণের নেত্রী, মানবাধিকার সংগঠক, ভার্জিনিয়া, আমেরিকা। কবি শাহ মো.শফিনূর, সভাপতি: ইউএসএ,বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম, মিশিগান, আমেরিকা। কবি আব্দুল গনি মিয়া – সভাপতি: বাংলাদেশ গণ শান্তি পার্টি ( কেন্দ্রীয় কমিটি )। কবি তৈয়ব আলী, আজীবন সদস্য – স্বপ্নীল গ্রন্থাগার, অষ্টগ্রাম। কবি মো.লিয়াকত আলী নান্টু, সদস্য সচীব : বাজিতপুর সাংস্কৃতিক কেন্দ্র।
কবি আইরিন আক্তার দিয়া, মাধবদী, নরসিংদী, কবি বে-নজির জামান (পঙক্তি)ও রাজধানী টেলিভিশন পাকুন্দিয়া প্রতিনিধি ও দৈনিক ঈশাখাঁ সংবাদ এর সম্পাদক কবি আফসার আশরাফী প্রমুখ। এছাড়াও আরোও উপস্থিত ছিলেন সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ।