বশেমুরবিপ্রবি প্রতিনিধি,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে নড়াইল জেলা অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এসময় অ্যাসোসিয়েশনের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, উপদেষ্টা ও কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি ) সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের (টিএসসি) অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আশরাফুল আলম বলেন, "বশেমুরবিপ্রবিতে আমার শহরের সবাইকে একত্রিত করতে পেরে আমি খুবই আনন্দিত। জন্মস্থানের প্রতি সবার একটা দায়বদ্ধতা থাকে। সেক্ষেত্রে নড়াইল জেলা থেকে আগত সকল ছাত্রছাত্রীকে সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে নড়াইল জেলার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদী।”
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৫ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত