এম আবু হেনা সাগর, ঈদগাঁও
এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে ঈদগাঁওতে তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে এবার স্কুল ও কলেজ পযার্য়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
৩০ জানুয়ারী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মোখতার আহমদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধি দপ্তরের যৌথ আয়োজনে এই ব্যতিক্রমী উৎসব সম্পন্ন হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহ মুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা।
বিতর্ক প্রতিযোগিতায় ঈদগাঁও উপজেলার আও তাধীন ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেন।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, ঈদগাঁও রশিদ আহমদ কলেজের সহযোগী অধ্যাপক জেবুন্নেছা সায়রা,ঈদগাঁও উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াছ আলী,মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাশেদুল হাসান রাশেদ।
প্রথম বিতর্কে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন ও নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয় মুখোমুখি হন। এতে নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হন।দ্বিতীয় বিতর্কে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় ও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মুখোমুখি হন। এতে ঈদগাহ হাইস্কুল চ্যাম্পিয়ন হয়। তৃতীয় রাউন্ডে হাইস্কুল বনাম নাপিত খালী স্কুলের মধ্যকার বিতর্ক প্রতিযোগিতা চ্যাম্পিয়ন অর্জন করেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ অর্জনকারীদের মাঝে পুরুস্কার দেন অতিথিরা।
উপস্থিত ছিলেন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, শিক্ষক হাবিব উল্লাহ খালেদ,মোজাম্মেল হক,রফিকুল ইসলাম, শাহজালাল মনিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া ছাত্রছাত্রীরা।
Kuşadası escort bayan Deneyimli masözler sayesinde mükemmel bir hizmet aldım. http://ukerala.com/?p=2599
Kuşadası butik escort Kokulu mumlar atmosferi daha da güzelleştirebilir. http://www.ruffeodrive.com/?p=34456
Kazanç yolunda hemen harekete geç! 🰠FreeSpin ile Yüksek Kazançlar İçin Şansınızı Deneyin! http://www.jadekusadasi.com/
GGhLWdVX6RC