
নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়া থেকে বহুল প্রকাশিত দৈনিক লালন কণ্ঠ পত্রিকা লালন টিভির ও দৈনিক নবদের ২৪ চীফ রিপোর্টার এস.এম কনক গতকাল বেলা ৩ টার দিকে চৌরঙ্গী থেকে পান্টি যাওয়ার অভিমুখে নগর দেয়া গোরস্থান নামক স্থানে মোটর-সাইকেল এর মুখোমুখি সংঘর্ষে আহত হোন।
এতে তার বাম হাতের অবস্থা গুরুতর সহ শরীরের বিভিন্ন জায়গায় জখ*ম ও আ*ঘাত পেয়েছেন। সাংবাদিক কনক সবার নিকট দোয়া প্রার্থনা করেছেন। এবং তিনি যেনো অতি দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে আসুক এমনটাই প্রত্যাশা ।