
নিজস্ব প্রতিবেদক
সাহিত্যবিদ্যা প্রকাশনী থেকে বর্ষসেরা সম্পাদক সম্মাননা ২০২৪ পেলেন কবি ও ঔপন্যাসিক মোঃ নূরুল ইসলাম জীবন। গত ১৫ নভেম্বর ঢাকাস্থ কেন্দ্রীয় কচিকাঁচার মেলা সেগুনবাগিচায় আয়োজিত আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী, সাহিত্যবিদ্যা প্রকাশনা উৎসব ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
বিশিষ্ট আরবি সাহিত্যিক মাওঃ মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি কবি, গবেষক ও বহুগ্রন্থ প্রণেতা প্রাকৃতজ শামিমরুমি টিটন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দেশ জগত পত্রিকার সম্পাদক কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী। এছাড়াও ৫ জনকে পুস্তক সম্মাননা ২০২৪, ৩ টি সংগঠনকে সাহিত্য ও মানবসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা ও ৩ জনকে বর্ষসেরা মডারেটর সম্মাননা প্রদান করা হয়।