অদ্য ১০ জুন ২০২৪ খ্রি. সকাল ১১ ঘটিকায় মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তরুণ প্রজন্ম তথা শিক্ষার্থীদেরকে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলার আন্তরিক প্রয়াসে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা করেন রাসেল পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) কক্সবাজার।
মতবিনিময়কালে অতিরিক্ত পুলিশ সুপার রাসেল পিপিএম-সেবা শিক্ষার্থীদের ৯৯৯ জাতীয় জরুরী সেবা, পুলিশকে তথ্যপ্রদান, অনলাইন জিডি, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সর্তকতা, আইন মান্যকারী নাগরিক হিসেবে গড়ে ওঠায় করনীয় সম্পর্কে আলোচনা করেন ।
তিনি মাদকের কুফল, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব, ডিজিটাল ডিভাইস বিশেষ করে মােবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা ইস্যুতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবতার নিরিখে বিভিন্ন বিষয় তুলে ধরে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।