মোহাম্মদ ঃ আতিকুল্লাহ চৌধুরী রাউজান
রাউজান ইনস্টিটিউট অব টেকনোলজি (আরআইটি)’র ব্যবস্থাপনায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন এন এস ডি ও বিটিইবি এর আওতায় বিভিন্ন কোর্সে ভর্তির মাধ্যমে ৩ দিনেই মিলবে দক্ষতার সনদ। তারই অংশ হিসেবে সার্টিফাইড দক্ষ জনশক্তির হার দ্রত ৫০ এর দিয়ে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এসেস্ট প্রকল্পের আওতায় ২য় ব্যাচের পরীক্ষা ও ফলাফল ঘোষনা করা হয়েছে। রাউজানে একমাত্র অনুমোদিত এসেসমেন্ট সেন্টার রাউজান ইনস্টিটিউট অব টেকনোলজি(আরআইটি) কার্যালয়ে সকাল ৯টায় উদ্বোধনী ও বিকাল ৩টায় ফলাফল ঘোষণা করা হয়। গাউছুল আজম মাইজভান্ডারী পলিটেকনিক ইনস্টিটিউট (জিএএমপিআই) এর অধ্যক্ষ ও রাউজান ইনস্টিটিউট অব টেকনোলজির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাতেন এর সভাপতিত্বে ফলাফল ঘোষণা ও সনদ বিতরণ করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরিচালক ইঞ্জিনিয়ার হরিপদ চন্দ্র পাল, বোর্ডের এসেসর মোহাম্মদ ইসমাইল। উপস্থিত ছিলেন ঢেউয়া হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা দাশ, প্রশিক্ষক সুকুমার বড়ুয়া, রাউজান প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল হোসেন রবি। এসেসমেন্টের ২য় ব্যাচে
৯ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। তন্মোধ্যে ১জন শিক্ষার্থী সফলতার সাথে উত্তীর্ণ হয়। এসেস প্রকল্পের ৩য় ব্যাচ উক্ত কার্যালয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে।
৪টি ট্রেডে ভর্তি কার্যক্রম চলছে। ইলেকট্রিক্যাল, মোবাইল সার্ভিসিং, এন্টারপ্রেনিউরশীপ ও মোটর কার পেইন্টিং। এতে অংশগ্রহন কারী নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিশ্চিত হতে পারেন।
01820550142