বশেমুরবিপ্রবি প্রতিনিধি,
শিক্ষক নিয়োগের দাবিতে উপাচার্যের বাসভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের শিক্ষার্থীরা।
দীর্ঘদিন চলমান শিক্ষক সংকটের হতাশায় ভুগছে বিশ্ববিদ্যালয়ের উক্ত বিভাগের শিক্ষার্থীরা। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার এক বছর পার হলেও শিক্ষক নিয়োগ না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এ কারণে আজ সোমবার (৩ জুন) সকাল ১১ টায় শিক্ষার্থীরা শিক্ষক নিয়োগের দাবিতে উপাচার্যের বাস ভবনে অবস্থান করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একই নিয়োগে অন্যান্য বিভাগে যেখানে শিক্ষক যোগদান করেছেন। সেখানে উক্ত বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি ৩১ আগস্ট ২০২৩ সালে প্রকাশ করা হয়।
কিন্তু দীর্ঘ এক বছর পেরিয়ে গেলেও শিক্ষক নিয়োগ হয়নি। ফলে বর্তমানে বিভাগটির ৬ ব্যাচের প্রায় ৩০০ জন শিক্ষার্থীর পাঠদান চলছে মাত্র ২ জন শিক্ষক দিয়ে। যার ফলে বন্ধ আছে ক্লাস, ল্যাব, হসপিটাল ও আনুষঙ্গিক সকল কাজ। আটকে গেছে ফলাফল, তৈরি হচ্ছে সেশনজট।
এএসভিএম শিক্ষার্থী শফিক বলেন , ” আপনারা জানেন গত কালকের যে নিয়োগ বোর্ড ছিল তা স্থগিত করা হয়েছে। এই নিয়োগ বোর্ড গত মাসের ২৩ তারিখ হওয়ার কথা ছিল। কিন্তু সেখানেও শিক্ষক সমিতির আন্দোলনের কারণে নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। তাই আমাদের সাধারণ শিক্ষার্থীদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আন্দোলন সফল না হওয়া পর্যন্ত অনশন চলবে।”
এএসভিএম বিভাগের অ্যাসোসিয়েশনের ভিপি রুপম ইসলাম শুভ বলেন,” গতকাল যে নিয়োগ বোর্ড হওয়ার কথা ছিল তা যদি না হয় তবে প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত করে দিব। আমরা ৩০০ জন শিক্ষার্থী আছি, তা অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করার জন্য যথেষ্ট।”
এ বিষয়ে উপাচার্য দপ্তরে যোগাযোগ করলে তারা জানান নিয়োগ বোর্ড আগামীকালের পরিবর্তে ৭ মে অনুষ্ঠিত হবে।