শুভ জন্মদিন আম্মু
ক্লেশকর,অভুক্ত,মলিন,নিস্তেজ,বেদনাযুক্ত দশটি মাস,
আহ্লাদে আটখানা মমতাময়ী মা, সে যেন তুষ্টির বসবাস।
নিদ্রাহারা রজনীর ক্রন্দিত যাজ্ঞায় জুটেছে সুস্থ সৌষ্ঠব,
মায়ের ত্যাগে পেয়েছি জগদীশে প্রদত্ত অস্টসিদ্ধির আদব।
মায়ের স্তন্য প্রাপ্তি সংযোগে প্রাণবন্ত সমগ্র রক্তবাহী শিরা,
প্রতিজ্ঞা পুনঃপুন মা জননী ভ্রমে না করি অর্পণ কভু পিড়া।
শুশ্রূষায় ব্যাপৃত পুষ্ট সোনালী বেলা রেখেছ বুকে জড়িয়ে
তুমি না মুছলে লোচন বারিধারা যায় যে মা ছড়িয়ে।
তোমার চোখে দেখলে মা জননী ভরে যায় আমার মন,
ক্রোধের ঐ মান ভেঙে মা বিবৃত কর,এই “জীয়ন”শোন।
এ ভুবনে তোমার ব্যাপৃতি সোহাগ কোথাও নাহি পাবো,
যতই করোনা অভিমান মাগো, তোমার আঁচলে জরাবো।
মনস্তাপ জরানো দিবসের সমাপ্তিতে তুমি আশার আলো,
বক্ষস্থলের প্রগাঢ় অখণ্ড শ্রদ্ধা ভরে বাসি তোমারে ভালো।
গাত্র ছেদন চর্ম দ্বারা পানই উপঢৌকনে মিটবে নাকো ঋণ,
বিষম ক্লেশ বন্টনে, “মা জননী” ভালোবাসেন অমলিন।