বশেমুরবিপ্রবিতে “উত্তর-উপনিবেশিক দক্ষিণ এশীয় রাজনীতি ও নাট্যভাবনায় হেনরিক ইবেসন” শীর্ষক সেমিনার
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মানবিকী অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “উত্তর-উপনিবেশিক দক্ষিণএশীয় রাজনীতি ও নাট্যভাবনায় হেনরিক ইবেসন” শীর্ষক সেমিনার। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫১২ নং কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে মানবিকী অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসবে আলোচনা রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. সাবিহা হক। এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো: জুবাইর আল মাহমুদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা, একই বিভাগের সহকারী অধ্যাপক সানজিদা হক মিশু, শামীম আক্তার, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আরাফাত রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সেমিনারে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশসমূহে হেনরিক ইবেসনের নাট্যভাবনা চর্চা ও বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে তার অবদানসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত