ফুল ফুটুক আর না-ই ফুটুক পহেলা ফাল্গুন, ঋতু রাজ বসন্তের প্রথম দিন
ফুল ফুটুক আর না-ই ফুটুক আজি বসন্ত,পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। বসন্ত মানে পূর্ণতা। বসন্ত মানে নতুন প্রাণের কলরব। বদলে যাওয়ায় বাংলা বর্ষপঞ্জি অনুসারে এবার ও বাঙালি বসন্ত উৎযাপন করবে ১৪ফেব্রুয়ারী। ইংরেজি বর্ষপঞ্জির এ দিনটিই ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয় সারা বিশ্বে। শীতের রুক্ষতাকে পিছনে ফেলে প্রকৃতিকে আবার নতুন রূপে সাজিয়ে তোলার আগমনী বার্তা নিয়ে আসে বসন্ত। গাছে গাছে নতুন পাতা গজায়। ফুলের মুকুল আসে। পাখি গান গায়। আর বাতাসে ভাসে মিষ্টি ফুলের ঘ্রাণ। প্রজাপতি রঙিন ডানা মেলে জানায় ঋতুরাজের আগমনী বার্তা। বসন্ত শুধু প্রকৃতিতেই নয় মানুষের মনেও জাগায় প্রাণের ছোঁয়া। তাই বসন্তের প্রথম দিন টিকে উদযাপন করতে মেতে ওঠে নানা উৎসবে। নিজেকে সাজিয়ে তোলে বসন্তের রঙে। ফাল্গুন নামটি এসেছে মূলত ফাল্গুনী নামে নক্ষত্র থেকে। ঋতুরাজ বসন্তকে বাঙালি বেশ আয়োজন করে বরণ করে নেয়। কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলায় ব্যাপক পরিসরে না হলে নিজেদের মত করে এই উৎসবটি পালন করেন অনেকে। ফুল বিনিময়ের মধ্য দিয়ে নিজেদের মনেরভাব প্রকাশ করা হয়। তবে আজ ফুলের দোকানে ফুলের দাম চড়া। তাই তো ফুল ফুটুক আর না-ই ফুটুক আজি বসন্ত………..