বশেমুরবিপ্রবিতে প্রথমবারে মতো চালু হলো ‘শিশু দিবাযত্ন কেন্দ্র’
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে প্রথমবারের মতো চালু হলো শিশু দিবাযত্ন কেন্দ্র। সোমবার (২৯ জানুয়ারি) দুপুর ১২.৩০ টায় উপাচার্য ড. এ. কিউ. এম. মাহবুব কেক কাটার মধ্যমে শিশু দিবাযত্ন কেন্দ্রর উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা ড.মোবারক হোসেন, রেজিস্ট্রার দলিলুর রহমান সহ শিক্ষক ,কর্মকর্তা-কর্মচারী ও তাদের শিশুরা। বর্তমান সময়ে আগের মতো একান্নবর্তী পরিবার খুব একটা দেখা যায় না। ফলে ছোট পরিবারগুলোতে দাদা-দাদি, নানা-নানির কাছে শিশুকে নিশ্চিন্তে রেখে আসার সুযোগ আর তেমন নাই। আর বিশ্বস্ত গৃহকর্মী পাওয়া এখন দুঃসাধ্য । কর্মজীবী মায়েদের তাই মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে ফেরার সময় সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়ায় তাঁর কোলের শিশুটির যত্ন ও নিরাপত্তা। তাই বাচ্চাদের কথা চিন্তা করে বিভিন্ন প্রথিষ্ঠানে আধুনিক ডে-কেয়ার সেন্টার বা শিশু দিবাযত্ন কেন্দ্র গড়ে উঠেছে। যা দিন দিন বাংলাদেশে জনপ্রিয় হচ্ছে। তারই ধারাবাহিকতায় বশেমুরবিপ্রবিতে চালু হলো ‘শিশু দিবাযত্ন কেন্দ্র’। এই বিষয়ে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও শিশু ডে কেয়ার সেন্টার গঠনের সদস্য জাকিয়া সুলতানা মুক্তা বলেন, ‘আমাদের দীর্ঘ দিনের চাওয়া ছিলো নারীবান্ধব পরিবেশ তৈরি করা।আমরা বেশ কয়েকজন নারী সহকর্মী এই বিষয়ে আলাপ-আলোচনা করি। আমরা সহকর্মীদের বোঝাতে পেরেছি এবং একসময় প্রশাসনকেও বোঝাতে পেরেছি। প্রশাসনকে দীর্ঘ ৬-৭ বছর বলার পর আজকে ডে কেয়ার সেন্টার চালু হয়েছে। এটা সফল হোক এটাই আমার চাওয়া।’