গাজীপুরে ০৫ বছরের শিশুকে ধর্ষণের পরে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামী মোঃ সবুজ মিয়া’কে গাজীপুর হতে গ্রেফতার করেছে র্যাব-১।
গাজীপুরে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় প্রধান আসামি সবুজ মিয়াকে (১৮) গ্রেফতার করেছে র্যাব-১। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুর মহানগরীর পশ্চিম বাউপাড়া (খোলারটেক) এলাকার শহিদুলের মুদির দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার সবুজ মিয়া সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার কুড়িহাটিয়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। সে গাজীপুর মহানগরীর পশ্চিম বাউপাড়া (খোলারটেক) এলাকার আশরাফুল আলমের বাসায় থেকে ওই মালিকের ইয়াম ইয়াস পোল্ট্রি ফার্মের কর্মচারী হিসেবে কাজ করতো। ভুক্তভোগী শিশু বাবা-মার সঙ্গে একই বাসায় থাকতো।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান জানান, বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টায় আসামি সবুজ মিয়া শিশুটিকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজ কক্ষে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি পরিবারকে বলতে গেলে শ্বাসরোধে হত্যা করে ঘরের তোষকের নিচে লুকিয়ে রাখে। পরে সে ঘটনাস্থল থেকে চলে যায়। ঘটনার দিন রাতেই র্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে পশ্চিম বাউপাড়া (খোলারটেক) এলাকার শহিদুলের মুদির দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করে। আসামিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় হস্তান্তর করা হয়েছে।