ভিক্টর বিশ্বাস চিতা স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় ৪ জন গুরুতর আহত হয়েছে।
২০'মে রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মোড়াগাছা গ্রামে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, ওই গ্রামের নুর ইসলামের ছেলে শফিকুল আলম(৫৫) ও তার স্ত্রী জমেলা খাতুন(৪৫) এবং দুই ছেলে লিটন হোসেন(২৬) ও সোহান(২১)।
লিটন হোসেন জানান, জমি ভাগাভাগি নিয়ে তার আপন চাচার সাথে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো। এনিয়ে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করা হয়েছে। কিন্তু কোন সুরাহা হয়নি। তিনি আরও জানান, আর,এফ, এল কোম্পানিতে মার্কেটিং এর চাকুরি করেন তিনি। প্রতিদিনের ন্যায় তিনি মার্কেটিং শেষে মোড়াগাছা নিজ বাড়িতে ফিরছিলেন। ওই সময় তার কাছে মার্কেটিং এর প্রায় ৩ লক্ষাধিক টাকা ছিলো। তিনি আরও জানান বাড়িতে প্রবেশ করার সাথে সাথে অতর্কিতভাবে তার আপন চাচা শরিফুল ইসলাম (৫৩) ও চাচাতো দুই ভাই আমিন হোসেন(২১) ও স্বজন(১৮) তার উপর দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তার ছোট ভাই সোহান এবং তার পিতা শফিকুল আলম ঠেকাতে গেলে তাদের উপর তারা হামলা করে গুরুতর আহত করে। এবং মার্কেটিং এর ৩ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। হামলার তিনি,তার পিতা,মা ও ছোট ভাই গুরুতর হয়।পরে স্থানীয়রা উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
লিটনের চাচাতো ভাই আমিন হোসেন জানান, জমি নিয়ে বিরোধ ছিলো সেটা মিমাংসা হয়ে গেছে। তিনি উল্টো দাবি করেন যে লিটনই তাদের উপর হামলা করেছে।
এবিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননূর যায়েদ বলেন, কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত