পেঁয়াজ রপ্তানির বন্ধ ঘোষনার খবরেই সারা দেশের ন্যায় কক্সবাজারের ঈদগাঁও বাজারে পেঁয়াজের দাম যেন আকাশচুম্বী। যাতে করে ক্রেতা সাধারণ বিপাকে পড়েছেন।
১১ই ডিসেম্বর রাতে ঈদগাঁও বাজারের বেশকটি মুদির দোকানদারের সাথে আলাপ কালে তারা বর্তমানে বাজার দর হিসেবে ১৮০ থেকে ২শত টাকায় বিক্রি করছেন পেঁয়াজ। এক বিক্রেতা জানান, দুইদিনের ব্যবধানে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধিতে হতাশ।
পেঁয়াজের দাম বাড়ানোর খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়লে পেঁয়াজ ক্রেতারা বিপাকে পড়েন।
দিনমজুর আবু তাহের বলেন, আমরা সাধারণ জনগণ কোথায় যাবো যেভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ছে। না খেয়ে মরতে হবে। দ্রব্যমূল্য বাড়ে আমাদের পারিশ্রমিকের টাকাতো বাড়েনা। পাঁচশ টাকা নিয়ে বাজারে আসছি এক কেজি পেঁয়াজ কিনেছি ২শ টাকায়। বাকী টাকায় কি মেলাতে পারবো,সে চিন্তায় মগ্ন।
রেহেনা নোমান জানান, দেশে নিত্যপন্যের যে উধ্বর্গতি পরিবার নিয়ে চলতে বহু কষ্ট হচ্ছে। সাধারণ জনগণের দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজারটা যদি স্থিতিশীল করা হয় তাহলে সাধারণ জনগণের আর কোন কষ্ট থাকতো না।
এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন গ্রামাঞ্চলের সাধারণ খেটে খাওয়া মানুষ।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত