চ,মে,ক দালাল চক্র নিয়ত্রণে ছাত্রদলের আহবায়ক আলো
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চ.মে.ক) চলছে দালাল চক্রের আধিপত্য পছন্দের ফার্মেসী থেকে বেশি দামে ঔষধ ক্রয় এবং বাহিরের ল্যাব থেকে রোগীদের বেশি দামে টেষ্ট করাতে বাধ্য করছেন দালাল চক্রের সক্রিয় সদস্যরা।
নিজেদের সিন্ডিকেট থেকে রক্ত কেনা থেকে শুরু করে মৃত রোগীদের বহনের জন্য দালালদের তৈরী সিন্ডিকেটের মাধ্যমে এম্বুল্যান্স ভাড়া করতে বাধ্য করাসহ অসংখ্য অগণিত অভিযোগ রয়েছে দালাল চক্রের বিরুদ্ধে।
এই চক্রের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করলে রোগী ও তাদের স্বজনদের উপর চালানো হচ্ছে নির্যাতন। ভুক্তভোগীরা দালাল চক্রের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ করলেও কোন প্রকার আইনি ব্যবস্থা না গ্রহন করার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে।
দালাল চক্রের সক্রিয় সিন্ডিকেটের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল ফারির ইনচার্জ আশেক জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একাধিক দালাল চক্র সক্রিয় আছে, বেশ কিছু সিন্ডিকেটকে ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে কিন্তু মেডিকেলের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী দালাল চক্রের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত থাকায় এই সিন্ডিকেটকে নির্মুল করা সম্ভব হচ্ছেনা, দালাল চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখে শিঘ্রয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে দালাল মুক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তথ্যমতে জানাযায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১২টির অধিক দালাল চক্র সক্রিয় আছে, তারা অতীতে শেখ হাসিনা সরকারের আওয়ামীলীগের নেতাকর্মীদের ছায়া তলে থাকলেও বর্তমানে বিএনপি নেতা কর্মীদের ছত্রছায়ায় সিন্ডিকেটের মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাজত্ব করছেন। অনুসন্ধান চলাকালীন হাসপাতালের রোগীদের বাহিরে নিজস্ব ফার্মীসে থেকে দাললদের মাধ্যমে ঔষধ ক্রয়, বাহিরের ল্যাব থেকে বেশি দামে টেষ্ট করাতে বাধ্য করছে এই চক্র, বিভিন্ন ঔষধ কোম্পানি ও ল্যাবের মার্কেটিং অফিসারদের কাছ থেকে মাসোহারা আদায়, নিজেদের এম্বুল্যান্স ব্যবহারে বাধ্য করা, রোগীদের স্বজনদের চোখে মলম লাগিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া, পছন্দের ব্লাড ব্যাংক থেকে বেশি দামে রক্ত কিনতে বাধ্য করা সহ দালাল চক্রের বিরুদ্ধে অসংখ্য অপরাধের অভিযোগ উঠেছে।
বিভিন্ন সূত্র মতে জান যায় এ-সকল দালাল চক্রের মূল হোতা ১৬ নং চকবাজার ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক, পার্কিভিউ হাসপাতালের মার্কেটিং ম্যানাজার আলাউদ্দিন আলো প্রকাশ
মুরগী (আলে)। আলাউদ্দিন আলো চকবাজার এলাকায় ডা: শাহাদাৎ হোসেনর অনুসারী হিসেবে পরিচিত
তারই ছায়াতলে গড়ে উঠেছে বিশাল দালাল চক্রের সিন্ডিকেট।
স্বৈরাচার শেখ হাসিনা সরকার আমলে আলোর আপন বড় ভাই গিয়াস উদ্দিন চকবাজার ওয়ার্ড যুবলীগ নেতা হিসেবে চট্টগ্রাম মেডিকেল দালাল চক্র নিয়ন্ত্রিত করতেন।
আলোর দৌরত্মে দিশেহারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নীরহ রোগী এবং স্বজনরা। হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে রয়েছে তার অনুগত অনুসারীদের অবাধ বিচরণ যাদের মধ্যে রয়েছে
যুবদল ক্যাডার ডেকারশন মামুন,খলিফা জাহাঙ্গীর,বিল্ডার আরিফ, বরিশাল মামুন,চোরা রউফ,লেঙ্গা ইউসুফ,লিটন বৈদ্য,লম্বা সুজন,বাদশা ঘোষ,ইস আলি সুমন,হাসান সহ আরো অনেকে।