এস এম কনক :
কুষ্টিয়ার রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া নামক স্থানে দ্রুতগতিসম্পন্ন ঢাকা থেকে আসা মাইক্রোবাসের ধাক্কায় মক্তবের ৪ কোরআন শিক্ষার্থী নিহত হয়েছে । এ সময় অন্তত দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।
নি হ ত রা হলেন খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের হানিফ শেখের মেয়ে মিম খাতুন (১২), পালন শেখের মেয়ে তানজিলা (১১) ও হেলাল শেখের মেয়ে বিথি খাতুন (১২)।
আহত দুজন হলেন পালন শেখার মেয়ে সাদিয়া (১২) ও আনোয়ার হোসেনের মেয়ে ফাতেমা খাতুন (১০)। এদের আহত নিহত এদের সকলের বাড়ি শিমুলিয়া ইউনিয়নের কুচিপাড়া গ্রামে।
এদের মধ্যে থেকে হানিফ শেখের মেয়ে ঘটনাস্থলেই নি হ ত হয় এবং পালং শেখের মেয়ে তানজিলাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মৃ ত্যু ব রণ করেছেন বলে জানান হাসপাতালে করতে পারোতো ডাক্তার শাহিনা খানম। বাকি আহত তিনজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করলে তাদের মধ্য থেকে হেলাল শেখের বিথী চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে মৃ ত্যু ব রণ করেন।