প্রিন্স মাহমুদ , কুমারখালী
কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান শাহীন নামে বিএনপি এক নেতার মৃত্যু হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের মাদুলিয়া এলাকায় একটি ভ্যানের সাথে সংঘর্ষে আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি।
নিহত মিজানুর রহমান শাহীন কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চাপড়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির দায়িত্বে ছিলেন। তার বাড়ি উপজেলার চাপড়া ইউনিয়নের সাঁওতা এলাকার মো খালেক মুন্সির ছেলে পরিবার সূত্রে জানা যায় তিনি ব্যবসার পাশাপাশি রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাই, চাপড়া ইউনিয়নের ভাড়রা থেকে সকাল আটটার দিকে সাঁওতার দিকে আসছিলেন মাদুলিয়া এলাকায় পৌঁছালে একটি ভ্যানের সাথে সংঘর্ষে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করে। ঢাকায় নেওয়ার পথে মধ্যেই তিনি মারা যান।
এ বিষয়ে চাপড়া ইউনিয়নের বাঁধ বাজার ক্যাম্পে ইনচার্জ এসআই চিরঞ্জিত মন্ডল জানান, ভ্যানের সাথে সংঘর্ষে আহত হন মিজানুর রহমান শাহীন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
এই নিয়ে এলাকায় শোকের মাতম চলছে,
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৫ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত