ময়মনসিংহে পুকুর থেকে রাজিয়া খাতুন (৩০) নামে এক নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে
শুক্রবার (১৪ জুন) দুপুরে সদর উপজেলার চরনিলক্ষ্মীয়া ইউনিয়নের সাঁথিয়াপাড়া উজানপাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
রাজিয়া ওই এলাকার মৃত তাহের মিস্ত্রি ও আম্বিয়া খাতুন দম্পতির মেয়ে। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ঘটনাটি রহস্যজনক। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।
নিহত রাজিয়ার মা আম্বিয়া খাতুন বলেন, ‘আমার মেয়ে বৃহস্পতিবার দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখোঁজি করি। কিন্তু কোথাও তার সন্ধান পাইনি। এরপর পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।