ভিক্টর বিশ্বাস চিতা স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ মাটিবাহি ট্রাক্টরের চাপায় হেলপারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সদকী ইউনিয়নের নন্দীগ্রামে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক্টর চালককে আটক করেছেন কুমারখালী থানা পুলিশ।
নিহত হয়েছেন জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর খানপাড়া এলাকার আব্দুল বিল্লাল ছেলে নাহিদ সরদার (২০)।
স্থানীয়রা জানান, সন্ধার দিকে মাটি বোঝাই ট্রাক্টর মহেন্দ্রপুর থেকে শোমসপুর যাবার পথে ঘাসখাল নন্দীগ্রাম সামছুদ্দিনের ডিলারের আমবাগানের সামনে পৌঁছালে ট্রাক্টরের ইঞ্জিন ও বগির সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা হেলপার নাহিদ সর্দার পড়ে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। পরবর্তীতে কুমারখালী থানা পুলিশ সোহাগ ইসলাম নামের ট্রাক্টর চালককে আটক ও ট্রাক্টর জব্দ করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আকিবুল ইসলাম জানান, ট্রাক্টরটি জব্দ ও চালককে আটক করা হয়েছে । এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।