কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১ জুন) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
উখিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) তানভীর হোসেন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিতে আমাদের স্থানীয় সংবাদদাতা জানিয়েছেন, দুপুর পৌনে ১টার দিকে উপজেলার পালংখালীর থাইংখালী তাজনিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে।
এর আগেও এর আগে, গত ২৪ মে একই ক্যাম্পে আগুন লেগে প্রায় ২৫০টি বসতবাড়ি, দোকানপাট এবং অন্যান্য কেন্দ্র পুড়ে যায়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত