স্টাফ রিপোর্টার,ঈদগাঁও
নির্বাচনী আমেজে হঠাৎ উত্তাল হয়ে পড়েছেন ঈদগাঁওর রাজপথ। মহাসড়কের টায়ার জ্বালিয়ে অবরোধসহ দুপক্ষের প্রতিবাদ সমাবেশ হয়েছে।
জানা যায়,১৫ মে সন্ধ্যার দিকে ঈদগাঁও স্টেশনে
ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ সভাপতি এনাম রনি উপর অতর্কিত হামলার প্রতিবাদে কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও স্টেশন পয়েন্টেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভসহ অবরোধ করেছেন যুবলীগের নেতাকর্মীরা।
এরই কিছুক্ষণ পরপরই ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি,নির্বাচিত চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী ও নওশাদ মাহমুদসহ লোকজন এসে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভকারী দের ছত্রভঙ্গ করে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।
এতে দু’পক্ষের লোকজনের মাঝে ধাক্কাধাক্কি হয়
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ।
একইদিন রাত আনুমানিক ৮টার দিকে স্টেশনে যুবনেতা এনাম রনির উপর হামলাসহ সংঘঠিত ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ।
এতে উপস্থিত ছিলেন,সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারেক আজিজ,ইসলামাবাদ ইউনিয়ন সাধারণ সম্পাদক হুমায়ুন,জেলা যুবলীগের সাবক নেতা জাহাঙ্গীর আলম জানু,যুবলীগের নেতা জামিল উদ্দিন শামসহ সাহেদ কামাল।
এরই পরপরেই আরো একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি,চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব,ঈদগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি নওশাদ মাহমুদ।
উল্লেখ,সংগঠিত ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মাঝে নানামুখী বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।