মোঃ সুমন আলী স্টাফ রিপোর্টার
আজ ০২/১০/২০২৪ ইং তারিখ গাজিপুর কালিয়াকৈরের চন্দ্রায় অবস্থিত নায়াগ্রা টেক্সাইলের শ্রমীকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা – টাঙ্গাইল মহাসড়ক অবোরোধ করে রাখে, এতে টাঙ্গাইল – গাজিপুর- ঢাকা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে নায়াগ্রা টেক্সাইলের শ্রমিকদের তিন মাসের এবং স্টাফ দের পাঁচ মাসের বেতন বকেয়া রেখেছে মালিক পক্ষ,
তারা আরও জানায় শ্রমিকরা বার বার বেতনের জন্য তাগিদ দিলে মালিক পক্ষ তাদের মিথ্যা আশ্বাস দিয়েও বেতন দেয়নি, তাই তারা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে, শ্রমিকরা চন্দ্রা- টাঙ্গাইল মহাসড়ক অবোরোধ করে রাখায় চরম ভোগান্তি বেড়েছে সাধারন যাত্রীদের,
শ্রমিকরা সকাল নয়টা থেকে সড়ক অবোরোধ করে রাখায় টাঙ্গাইল – গাজিপুর- ঢাকা মহাসড়কে প্রায় দশ কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়, শ্রমিকদের দাবী তাদের বকেয়া বেতন দিয়ে দিলে তারা তাদের অবরোধ তুলে নিবে, এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্তিতি স্বাভাবিক হয়নি ,