মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধি:
রাউজানের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দলইনগর মদিনাতুল উলুম মাদ্রাসায় ডাকাতির ঘটনা ঘটেছে।
গত ১লা অক্টোবর আনুমানিক রাত ২টায় সময়ে এতে মাদ্রাসার অফিস কক্ষের তালা ভেঙ্গে নগদ আট হাজার টাকা এবং অফিস এর ডেক্স ভেঙ্গে ৩১হাজার টাকা নিয়ে যায় এবং মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি হোসাইন আহমদ এর কক্ষে ডুকে আরমিরা ভেঙে ফেলে এতে প্রায় ২০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়।তাছাড়া মাদ্রাসার বোডিং রান্না ঘরে প্রবেশ ওখান থেকে ২৫কেজী ছাগলের মাংস,১০ সয়াবিন তেল,১০কেজী পেয়াজ চুরি করে নিয়ে যায়। জানাযায় ১লা অক্টোবর রাত ২টার সময়ে এই ঘটনা ঘটে, মাদ্রাসা কতৃপক্ষের লোক জানতে রাতের শেষ সময়ে, মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী রা রাত সাড়ে ৩টায় সময়ে ওঠার পরে দেখে মাদ্রাসার মোহাতামিম সাহেবের রুম খোলা, রুমের কাছে এসে দেখে দরজার তালা ভাঙ্গা অবস্থায় পরে চারাদিকে দেখে জানাযায় অফিস কক্ষে ও একই অবস্থা সব আসবাব পএ ভাংচুর অবস্থা য় অন্য দিকে মাদ্রাসা বোডিং রান্না ঘরে ও খাবার মালামাল নেই,। পরে মাদ্রাসা কতৃপক্ষের লোক স্থানীয় রা সহ রাউজান থানায় একটি জিডি করেন। এদিকে এসব ঘটনার খবর পেয়ে ছুটে গেলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলা কমিটির সভাপতি কেএম আলমগীর মাসউদ সহ
প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ঃ হাফেজ জাকের হোসাইন, এাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক ঃ মুঈনুল ইসলাম চৌধুরী, বাণিজ্য বিষয়ক সম্পাদক, মাওলানা সাইফুল্লাহ,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ঃ মুহাম্মদ হারুণুর রশিদ, তথ্য প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক ঃ আতিক উল্লাহ চৌধুরী ২ রা অক্টোবর বাদে আসর মাদ্রাসা মিলনায়তনে এক বিবৃতিতে কেএম আলমগীর মাসউদ আরবনগরী হেফাজতে ইসলাম রাউজান উপজেলা সহ জমিয়তুল ওলামা চট্টগ্রাম বোর্ড এক পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এই সময় উপস্থিত মাদ্রাসা শিক্ষক সহ স্থানীয়
হাজি আইয়ুব আলী,হাজি হারুন সওদাগর,হাজি মঈনুল ইসলাম,হাজি মাও: হারুন,মো: আব্দুল মান্নান,মো: আবুল হোসেন বিন গনি,মো: আবুল হোসেন বিন গনি,
অত্র মাদ্রাসার নায়েবে নির্বাহী পরিচালক মাও: মো: আইয়ুব সাহেব,অত্র এলাকার আরও অন্যান্য ব্যাক্তিবর্গ