মনোয়ার হোসেন সেলিম
নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারী,ডিমলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ এলাহী সরকার এর প্রথম পুত্র চাকুরীজীবি মোঃ ইয়াকুব আলী সাদ্দাম এর একমাত্র ছেলে মোঃ ইউসুফ আলী (নাঈম) এর আজ ২য় জন্মবার্ষিকী।
শুভ জন্মদিন সোনা আব্বু✌️
আল্লাহর অশেষ কৃপায় তোমাকে সন্তান হিসেবে পেয়েছি। তাই তুমি সর্বদা আল্লাহর প্রতি ঈমানদার হবে। আল্লাহর গুনোগান করবে। আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠবে। ইসলামিক সকল নিয়ম কানুন মেনে চলবে। হযরত ইউসুফ (আ) এর মত সুন্দর চরিত্রের অধিকারী হবে। জন্মদিনে তোমার কাছে এটাই আমার চাওয়া। আল্লাহর রহমতে তুমি সুস্থ থাকো ভালো থাকো।
তুমি ইসলামিক নৈতিক শিক্ষায় শিক্ষিত হও। আল্লাহ সর্বদা তোমাকে ভালোবাসবেন । আল্লাহ এবং হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (ﷺ),কে অনুসরণ করে নিজের আগামী পথ চল । “তুমি আমাদের গর্ব, তোমার জন্মদিনে আমরা তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করি।” জন্মদিনের অনেক শুভেচ্ছা ।
২০২২ সালের ৫ সেপ্টেম্বর ইয়াকুব আলী ও নাজমিন আক্তার দম্পতির কোলজুড়ে জন্ম গ্রহণ করে মোঃ ইউসুফ আলী (নাঈম)। পিতা-মাতার স্বপ্ন ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে সুবিধা বঞ্চিত মানুষের সেবায় সন্তানকে নিয়োজিত করবেন। শিশু মোঃ ইউসুফ আলী (নাঈম) এর জন্মদিন ঘিরে তার পরিবার সকলের কাছে দোয়া ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।