মোঃ নাঈম হোসেন পলোয়ান। ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ তথা চাঁদপুর জেলার অন্যতম সাহিত্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান ফরিদগঞ্জ লেখক ফোরাম। প্রতিবছরই কাউন্সিলের মাধ্যমে স্বচ্ছতা বজায় রেখে নতুন কমিটি গঠন করে সংগঠনটি।
৭ ই ফেব্রুয়ারি বিকাল তিনটায় ১৮ তম কাউন্সিল উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সাবেক সভাপতি কে এম নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম ফরহাদ'র সঞ্চালনায় প্রথম অধিবেশনে সদ্য বিদায়ী কমিটির নানান বিষয় নিয়ে আলোচনা হয় এবং বিগত অর্থ বছরের আয় ব্যায়ের হিসাব উপস্থাপন করেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার। প্রথম অধিবেশনের শেষ ভাগে অনুষ্ঠানের সভাপতি কে এম নজরুল ইসলাম বিগত কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।
আসরের নামাজের পর পরই দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। আগেই সংগঠনের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম ফরহাদ এবং কে এম নজরুল ইসলামের সমন্বয়ে দুই সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
অধিবেশনের শুরুতেই প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে সভাপতি নির্বাচন করা হয়।
ফরিদ আহমেদ মুন্না কে ২০২৫ অর্থ বছরের জন্য সভাপতি হিসেবে প্রস্তাব করেন সংগঠনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার। সেই প্রস্তাবে উপস্থিত সংখ্যাগরিষ্ঠদের সমর্থনের ভিত্তিতে আনুষ্ঠানিক ভাবে ফরিদগঞ্জ লেখক ফোরাম'র সভাপতি নির্বাচিত হোন ফরিদ আহমেদ মুন্না। তার পর পরই ২০২৫ অর্থ বছরের জন্য সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। সংগঠনের সদস্য মাহবুবে রাব্বানী সাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাব করেন, তারেক রহমান তারু'র নাম। উক্ত প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠ উপস্থিত সদস্য সমর্থন জানালে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হোন তারেক রহমান তারু।
সভপতি নির্বাচিত হওয়ার পর ফরিদ আহমেদ মুন্না বলেন, আমি সকলের সহযোগিতা চাই, সবাই আমার পাশে থাকবেন।
সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক তারেক রহমান তারু বলেন, লেখক ফোরাম'র দায়িত্ব পালন করা কঠিন কাজ। আমি সাধারণ সম্পাদক হলেও এখানে প্রত্যেকেই যোগ্য। আমি সকলের সহযোগিতা ছাড়া সংগঠনের সুনাম ধরে রাখতে পারবো না।
পরবর্তীতে আর কোনো কার্যক্রম না থাকায় নির্বাচন কমিশনার নুরুল ইসলাম ফরহাদ নির্বাচন প্রক্রিয়ার সমাপ্তি টানেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৫ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত