দামে কম,মানে ভাল......
ঈদগড়ে উৎপাদিত সবজি সরবরাহ করা হচ্ছে জেলার বিভিন্ন হাট বাজারে
এম আবু হেনা সাগর,ঈদগাঁও
পাহাড়ী জনপদ ঈদগড়ে উৎপাদিত নানান শীত কালীন সবজি সরবরাহ করা হচ্ছে জেলার হাট বাজারে। সপ্তাহে দুদিন ভোর সকালে সরবরাহ করা হয়ে থাকে। দামে কম ও মানে ভাল হওয়ায় পাইকারী ক্রেতারা অনেকটা সন্তুষ্ট।
জানা যায়,ঈদগড় ইউনিয়নের ঠান্ডাঝিরি হাসনা কাটা,চরপাড়া,বরইচর,বার্মাপাড়াসহ বিভিন্ন এলাকায় ব্যাপক হারে চাষিরা লাউসহ শীতের সবজি চাষ করেন। চাষীরা এলাকার চাহিদা মিটিয়ে অপর সবজি সমুহ পাইকারী ধরে বিক্রি করছেন বলে জানান চাষী মোকতার আহমদ । এতে চাষীরা অনেকটা খুশি।
অপরদিকে ঈদগড় সবজি ক্রয় করে জেলার বিভিন্ন হাট বাজারে বিক্রি করে লাভবান হচ্ছে বলে জানান ব্যবসায়ী মোজাহের। তিনি কয়েক বছর ধরে ঈদগড় থেকে বিভিন্ন সবজি ক্রয় করে বিভিন্ন হাট বাজারে বিক্রি করে যাচ্ছেন। এরকম বহু ব্যবসায়ী নানান সবজি ঈদগড় থেকে ক্রয় করে বিভিন্ন হাট বাজারে বিক্রি করে নিজেদের সংসারের খরচ যোগাচ্ছেন।
বিশেষ করে, প্রতি শুক্রবার ও সোমবার বিভিন্ন এলাকা থেকে সবজি কিনতে ঈদগড়ে আসেন পাইকারী ব্যবসায়ী। দামে কম,মানে ভাল পাচ্ছে স্থানীয় ভাবে উৎপাদিত নানান টাটকা সবজি।
এলাকার চাহিদা মিটিয়ে বাহিরে সরবরাহ করার পরও অনেক সবজি হিমাগার না থাকায় পঁচে যায়। পাহাড়ী এলাকায় হিমাগার স্থাপন করে সবজি রক্ষায় সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন চাষীরা।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৫ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত