রাউজানে এমপির ৬৯তম জন্মদিনে ৬৯জন রোগীর ছানি অপারেশন পরবর্তী সুধী সমাবেশ
মোহাম্মদ ঃ আতিকুল্লাহ চৌধুরী রাউজান চট্টগ্রাম প্রতিনিধি
সমৃদ্ধ রাউজানের প্রতিষ্ঠাতা, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির ৬৯তম জন্মদিন উপলক্ষে
তরুণ প্রজন্মের আশার বাতিঘর ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে রাউজানের ৬৯জন রোগীর চোখের ছানি অপারেশন সম্পন্ন পরবর্তী রোগীদের সাথে মতবিনিময় সভা ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর সোমবার দুপুরে রাউজান উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালে বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। সেন্ট্রাল বয়েজ অব রাউজানের ব্যবস্থাপনায় রয়েল কমিউনিটি চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের সহযোগিতায় এই ৬৯ জন রোগীর চোখের ছানি অপারেশন সফলতার সাথে সম্পন্ন হয়। সুধী সমাবেশে উদ্বোধক ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ শিকদার,
বিশেষ অতিথি- প্যানেল মেয়র আলহাজ্ব বশির খাঁন, সহ সভাপতি কাজী মোহাম্মদ ইকবাল, ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, বিএম জসীম উদ্দিন হিরু, কাউন্সিলর আলমগীর আলী, কাজী শওকত হাসান, জানে আলম জনি, এডভোকেট দিলীপ দে, সৈয়দ হোসেন কোং, লায়ন ডাক্তার নারায়ণ চন্দ্র নাথ, সারজু মোহাম্মদ নাসের, তপন দে, মঈনুদ্দিন মোস্তাফা, মনিরুল ইসলাম, মহিউদ্দিন। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন সেন্ট্রাল বয়েজ রাউজানের সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম, ইমতিয়াজ জামাল নকীব, শাহরিয়ার সাকিব, অনিক ভট্টাচার্য, নোমান বিন আজিজি, আরফানুল ইসলাম আবির, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ ফয়সাল, প্রিয়টন দে, তামিম শিকদার, সাজ্জাদ হোসেন, তানভীর হায়দার, নমর্ষী ঘোষ, মিশেল, তানভীর, বেলাল, জয় চৌধুরী, মোহাম্মদ মামুন, জামশেদ প্রমূখ।