কুষ্টিয়ার শিবপুরে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত
কুষ্টিয়া সদর হরিনারায়ণপুর ইউনিয়নের শিবপুর কমল আশ্রমের উদ্যোগে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে
১৭ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ (৪ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) শনিবার রাত্রি ৯ ঘটিকায় শ্রীশ্রী মহানামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়।
১৮ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ (৫ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) রবিবার অরুণোদয় হইতে ২০ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ (৭ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) মঙ্গলবার ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন এবং ২১ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ (৮ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) বুধবার নাম সমাপনান্তে কুঞ্জভঙ্গ, নগর কীর্তন, শ্রীশ্রী মহাপ্রভুর ভোগ আরাধনা ও মহাপ্রসাদ বিতরণ হবে। সেইসাথে ২১ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ (৮ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) বুধবার সকাল ৯ ঘটিকা হইতে পদাবলী কীর্তন।
পদাবলী কীর্তন পরিবেশনায় থাকবেন, বাবু বিকাশ চক্রবর্তী, ঝিনাইদহ
সেবাইত : শচীনন্দ দাস বাবাজী (সাধন) তালখড়ী আশ্রম, শালিখা, মাগুরা।
উক্ত মহানামযজ্ঞানুষ্ঠানে প্রথম দিনে (৫ নভেম্বর) উপস্থিত ছিলেন ই.বি. থানার অফিসার ইনচার্জ আননূর যায়েদ, হরিনারায়ণপুর ক্যাম্প ইনচার্জ ইউসুফ আলী শাহীন , ইসলামি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা টনিসাহা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ